Saturday, January 30, 2016

প্রথম আন্তর্জাতিক স্কাই ম্যারাথন বান্দরবানে



আজ হাঁটবো, কাল দৌঁড়াবোএই স্লোগানে পার্বত্য জেলা বান্দরবানে অনুষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক স্কাই ম্যারাথন। গত শনিবার সকাল ৮টা ১৩ মিনিটে বান্দরবানের রুমা সড়কের ওয়াই জংশন থেকে এই ম্যারাথন শুরু হয়। উদ্বোধন করেন ৬১ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. ফখরুল আহসান পিএসসি।এ সময় উপস্থিত ছিলেন বান্দরবান জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এবং বান্দরবান পৌরসভার নব নির্বাচিত মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, এভারেস্টজয়ী মুসা ইব্রাহিম এবং কারাতে ইভেন্টে সাফ স্বর্ণপদক বিজয়ী বান্দরবানের জ উ প্রু। বিকেলে বান্দরবান ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইন্সটিটিউট অডিটরিয়ামে চ্যাম্পিয়ন ও বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন সিকদার।

বাংলাদেশে প্রথমবারের মতো এ ধরনের ম্যারাথনের আয়োজন করেছে এভারেস্ট একাডেমি এবং এ ফর ম্যারাথনে পুরুষের পাশাপাশি নারীরাও অংশ নিয়েছেন।বাংলাদেশ ছাড়াও ভারত, নেপাল, নেদারল্যান্ড ও আফগানিস্তানসহ বিভিন্ন দেশের বেশ কয়েকজন প্রতিযোগী এতে অংশ নেন। সবাইকে পেছনে ফেলে মাত্র ১ ঘণ্টা ১৯ মিনিটে ২১ দশমিক ১ কিলোমিটার পথ পাড়ি দিয়ে পুরুষ গ্রুপে বাগেরহাটের ফিরোজ খান এবং  ১ ঘণ্টা ৪৩ মিনিটে নারীদের মধ্যে চ্যাম্পিয়ন হন ঢাকার মিরোনা খাতুন।


পুরুষদের মধ্যে ফিরোজ খানের চেয়ে ১ মিনিট পরে পৌঁছে দ্বিতীয় হন ফরিদ আহমদ এবং ১ ঘণ্টা ২৪ মিনিটে ফিনিশিং পয়েন্ট ছুঁয়ে তৃতীয় স্থান পান রফিকুল ইসলাম। নারী গ্রুপে ১ ঘণ্টা ৫১ মিনিটে শেষ পয়েন্টে আসেন নেদারল্যান্ডের ইলসি ভেন মিরলো। তবে ২ ঘণ্টা ২ মিনিট সময় নিয়ে তৃতীয় হয়েছেন বাংলাদেশি ইশরাত জাহান ইতি।

বিকেলে বান্দরবান ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইন্সটিটিউট অডিটরিয়ামে চ্যাম্পিয়ন ও বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন সিকদার।বিজয়ীদের দেওয়া হয় যথাক্রমে ৩০, ২০ ও ১৫ হাজার টাকার প্রাইজমানি। ৩ ঘণ্টায় পুরো পথ অতিক্রমকারী ৫০ জন পেয়েছেন মেডেল। এর মধ্যে ১০ নারী এবং ৪০ পুরুষ। অন্যরা পেয়েছেন সনদ।

No comments:

Post a Comment