Tuesday, September 22, 2015

বান্দরবানে তঞ্চঙ্গ্যা ছাত্রছাত্রীদের নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষা সামগ্রী বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত



নিজস্ব প্রতিবেদকঃ বান্দরবান জেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত তঞ্চঙ্গ্যা শিক্ষার্থীদের নবীন বরণ, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষা সামগ্রী বিতরণ কর্মসূচী পালন করেছে বাংলাদেশ তঞ্চঙ্গ্যা স্টুডেন্টস ওয়েলফেয়ার ফোরাম, বান্দরবান জেলা শাখা। রোজ সোমবার বান্দরবান পৌরসভা মিলনায়তন হল এ অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নবীণ ও প্রবীণ ছাত্রছাত্রীদের মূখরিত উক্ত মিলনমেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব কাঞ্চন জয় তঞ্চঙ্গ্যা, সদস্য, বান্দরবান জেলা পরিষদ ও যুগ্ম সম্পাদক, বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যান সংস্থা । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা, চেয়ারম্যান, ৩নং আলেক্ষ্যং ইউপি; প্রীতি রঞ্জন তঞ্চঙ্গ্যা, দপ্তর সম্পাদক, বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যান সংস্থা; জনাব কৃষ্ণময় তঞ্চঙ্গ্যা, জাপান প্রবাসী। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অনিক তঞ্চঙ্গ্যা, সভাপতি, বাংলাদেশ তঞ্চঙ্গ্যা স্টুডেন্টস ওয়েলফেয়ার ফোরাম ও ঋত্বিক তঞ্চঙ্গ্যা, সাধারণ সম্পাদক, বাংলাদেশ তঞ্চঙ্গ্যা স্টুডেন্টস ওয়েলফেয়ার ফোরাম।

তঞ্চঙ্গ্যা আদিবাসী নৃত্য প্রদর্শন এর মাধ্যমে অনুষ্ঠানটির উদ্ভোদন করা হয়। এরপর ছাত্রছাত্রী ও অথিতিবৃন্দের আলোচনা অনুষ্ঠান শেষে নবীন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী ও ফুল দিয়ে বরণ করে নেয়া হয় এবং প্রবীন কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বাবু আনন্দলাল তঞ্চঙ্গ্যা, সহ সভাপতি, বাংলাদেশ তঞ্চঙ্গ্যা স্টুডেন্টস ওয়েলফেয়ার ফোরাম।

এছাড়া অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিলো বান্দরবান সরকারি কলেজ।

উল্লেখ্য, বাংলাদেশ তঞ্চঙ্গ্যা স্টুডেন্টস ওয়েলফেয়ার ফোরাম তঞ্চঙ্গ্যা ছাত্রছাত্রীদের একত্রিত করে ছাত্রছাত্রীদের বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে যাচ্ছে। তঞ্চঙ্গ্যা আদিবাসী সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের কল্যানে কাজ করাই উক্ত সঙ্গঠনটির মূল লক্ষ্য।

No comments:

Post a Comment