Sunday, August 9, 2015

নানা আয়োজনে বান্দরবানে পালিত হল আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০১৫





নানা আয়োজনে বান্দরবানে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে। এবারের আদিবাসী দিবসের স্লোগান ছিল- ‘আদিবাসী জাতিসমুহের জীবনধারা উন্নয়ন নিশ্চিতকরণ’।

প্রবল বর্ষণ, বন্যা ও পাহাড় ধসের কারনেবান্দরবানের জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়ায় এবার অনেকটা অনাড়ম্বরভাবেই আদিবাসী দিবসটি পালন করা হয়।

রোববার সকালে শহরের রাজার মাঠ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এতে বান্দরবানের ১১টি আদিবাসি জনগোষ্ঠির নারী-পুরুষ আদিবাসীদের অধিকারের দাবি সম্বলিত ব্যানার, ফেষ্টুন, প্লেকার্ড নিয়ে অংশ নেয়।

শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে রাজার মাঠে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

আদিবাসী ফেররামের সদস্য জলিমং মার্মার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্চলিক পরিষদের সদস্য ও জনসংহতি সমিতির কেন্দ্রীয় যুগ্ন-সম্পাদক কে এস মং মার্মা।

সভায় আরো উপস্থিত ছিলেন আঞ্চলিক পরিষদের সদস্য লয়েল ডেভিড বম, নারী নেত্রী মহিলা ভাইস চেয়ারম্যান ওয়াই চিং প্রু মারমা, ডনাই প্রু নেলী, ইউপি চেয়ারম্যান সম্ভুকুমার প্রমুখ।

সভায় আদিবাসী ফেরাম, জনসংহতি সমিতি ও আদিবাসীদের বিভিণœ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তরা আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি প্রদান ও দ্রুত শান্তি চুক্তি বাস্তবায়নের দাবি জানান।

এদিকে বান্দরবানের রুমা রোয়াংছড়ি থানছিসহ অন্যান্য উপজেলাগুলোতেও আদিবাসী দিবস পালিত হয়েছে।


No comments:

Post a Comment