বান্দরবানে রেড ক্রিসেন্টের উদ্যোগে বন্যাদূর্গতদের মাঝে ত্রাণসামগ্রী বিতরন করেন জেলার জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান ক্যশৈলা
বান্দরবানের লামা উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরন করা হয়েছে। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বান্দরবান জেলা ইউনিটের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্থ ৪শ পরিবারের মাঝে পরিবার প্রতি নগদ ৩ হাজার টাকা, ১ টি ত্রিপল ও খাবার স্যালাইন প্রদিন করা হয়।
বৃহস্পতিবার দুপুরে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও রেডক্রিসেন্ট বান্দরবান ইউনিটের সভাপতি জনাব ক্যশৈহ্লা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বন্যাদূর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরন উদ্ভোধন করেন।
লামা গেষ্ট হাউজ মিলনায়তনে ত্রাণসামগ্রী বিতরনের সময় বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য জহিরুল ইসলাম, ফাতেমা পারুল, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও রেডক্র্রিসেন্ট জেলা ইউনিটের সেক্রেটারী একেএম জাহাঙ্গীর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইসমাইল, সাধারন সম্পাদক বাথোয়াইচিং মার্মা, নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক তছলিম ইকবাল চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিন্টু কুমার সেন, সাচিংপ্রু মার্মাসহ রেডক্রিসেন্টের কর্মকর্তা ও স্বেচ্ছাসেবক টিমের সদস্যরা উপস্থিত ছিলেন।

No comments:
Post a Comment